শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা ঈশ্বরীপুর কালীমন্দির বাজার চত্বরে মতবিনিময় সভার আয়োজন করা হয়।ঈশ্বরীপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সভাপতি জি এম মোহাম্মদ আলী সভাপতিত্বে ও সাবেক সভাপতি শ্যামনগর উপজেলা ছাত্রলীগ রাশিদুল ইসলাম রাসু’র সঞ্চালনায়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপদেষ্টা সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ,সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,সাবেক সভাপতি রোকেয়া হল,ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়,সাতক্ষীরা ৪ আসনের আগামী নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুদা খানম মেধা তিনি বলেন” শেখ হাসিনার দূরদর্শিতার সহিত সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের জন্য সামগ্রিকভাবে বাংলাদেশ আজ রোল মডেল দেশ হিসেবে বিশ্বদরবারে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে।
তিনি আরো বলেন”দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। উন্নয়ন-অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে ফের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এজন্য সকলকে এখন থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী আমি, আগামী নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনে আমি মনোনয়ন প্রত্যাশী,আমি যদি দলীয় মনোনয়ন নাও পাই,জননেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনা যাকে দেবে তার সাথে কাঁধে কাঁধ মিলাইয়ে কাজ করবো এবং শ্যামনগর কালীগঞ্জ আংশিক আসনের মানুষের সুখে দুখে পাশে আছি, ভবিষ্যতে থাকবো পাশে ইনশাল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসিন কলেজের সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও জাগো যুব ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ও জেলা কো-অর্ডিনেটর,শেখ রাসেল ডিজিটাল ল্যাব ভাষা ও প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্প শেখ ফারুক হোসেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম বজলুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডাক্তার আলী আশরাফ, ইউনিয়ন যুবলীগের সভাপতি জি এম আবু জাফর, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন,ইউপি সদস্য এস এম শফিউল্লাহ রহমান।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
সাতক্ষীরা জেলার যুবলীগের নেতা এস এম আব্দুস সালাম, যুবলীগ নেতা ফারুক হোসেন, ওয়ার্ডের সভাপতি মাখন লাল বিশ্বাস, ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম, মোস্তফা গাজী, জাহাঙ্গীর হোসেন ,সুন্নত গাজী, আইয়ুব আলী, গাজী সবুর গাজী প্রমুখ। ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী যুবলীগ,ইউনিয়ন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সাংবাদিকবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।