আবু সাইদ, শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের (৫নং ওয়াড) তারানীপুর ও মানিকখালী মিষ্টি পানি খালের পানি নিশকাশনে জোর দাবি এলাকা বাসির,২০২২ সালে তারানীপুর ও মানিকখালী পানি সরানো জন্য ২কিলোমিটার একটি খাল খনন করা হয়, যাতে করে সাধারণ মানুষের জমির পানি নিশকাশন করতে পারে।খালটি তারানীপুর ফরিদ গাজীর বাড়ি হতে রজনি বাছাড় এর বাড়ি পযন্ত খাল খনন করে, পরে বিভিন্ন সময় বাধার কারণে খাল টি পানি সরাতে পারছে না, এমন অবস্থা সাধারণ মানুষ প্রতিবছর বর্ষার মৌসুমে সালোর কস পানিতে নষ্ট হচ্ছে শত শত বিঘা জমির ফসল ,,ম পানি না সরাতে পেরে অনেক কৃষক তাদের জমি নিয়ে বিপাকে আছে, এই বিষয়ে এলাকা বাসির কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের এই খাল টি পানি সরাতে না পারলে, পরবর্তী সময় আরো খারাপ অবস্থা হতে পারে, সেই জন্য খুব তাড়াতাড়ি নিশকাশনের পথ প্রয়োজন।