নিজস্ব প্রতিনিধিঃ
ব্রতী সমাজ কল্যাণ সংস্থার গাবুরায় ১২ বছর পুর্তি উপলক্ষে দিন ব্যাপী বিজয় উৎসব,আনন্দ জাগরণে গাবুরা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলার গাবুরার ৯ নং সোরা গ্রামের দৃাষ্টনন্দনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা, আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনের বিশিষ্ট মানবাধিকার কর্মি ও সমাজ বিজ্ঞানী মুক্তিযোদ্ধা শারমীন মুরশিদ। বিশেষ অতিথিি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি রোকেয়া হল এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা-আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুদা খানম মেধা।
বিশেষ অতিথী হিসাবে ছিলেন আলহাজ্ব জি এম মাসুদুল আলম চেয়ারম্যান গাবুরা ইউনিয়ন পরিষদ, গাবুরা ইউপি সদস্য মুনজুর হোসেন ৯ নং ওয়ার্ড, জি এম আবিয়ার রহমান ৭ নং ওয়ার্ড, জি এম নজরুল ইসলাম ৬ নং ওয়ার্ড, মসিউর রহমান ৫ নং ওয়ার্ড এবং মহিলা ওয়ার্ড মেম্বর ফরিদা পারভীন ও সাবিনা ইয়াসমীন রানী এবং উপকূলী প্রেসক্লাবের প্রতিনিধি সহ বিভিন্ন গনমাধ্যম কর্মি।
দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গাবুরায় ব্রতীর ১২ বছরের অর্জন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমাদের বাংলাদেশ। এই চেতনা বুকে ধারণ করে বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ৩০০০ তরুণ ছেলে-মেয়ে ও গ্রামবাসি।
বিজয় উৎসব ও মিলনমেলা উৎসর্গ করা হয়েছে নারী জাগরণের বিশিষ্ট নেত্রী, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক 'নূরজাহান মুরশিদ' ও দেশবরেণ্য শিক্ষাবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রেরণাদাতা, বাঙালির মনন ও মানসের আলোকবর্তিকা ‘অধ্যাপক খান সারওয়ার মুরশিদ-কে, যাঁদের আদর্শে আমাদের এই পথ চলা ।
উল্লেখ্য ব্রতী গাবুরায় দির্ঘ্য ১২ বছর যাবত শিশু সুরক্ষা, নিরাপদ পানির অধিকার, মানবাধিকার, ভাসমান স্বাস্থ্যসেবা ও সামাজিক পরিবেশ নিয়ে কাজ করে আসছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।