আল-হুদা মালী (শ্যামনগর)প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৯নং সোরা গ্রামের চাঁদনীমুখা বাজার সংলগ্ন নদীর চরে ছোট বড় শতশত গাছ কর্তনের অভিযোগ করে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর হোসেন।
মঙ্গলবার (৯ই জানুয়ারি) সকাল থেকে ৯নং সোরা ও চাঁদনীমুখা গ্রামের স্থানীয়রা এ মিনি সুন্দরবনের গাছ কেটে বাড়িতে নিয়ে যাচ্ছে।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে নদীর পাড়ে আনুমানিক ২থেকে ৩শত ছোট বড় গাছ কেটে ফেলে রেখেছে। কিছু গাছ ইতিপূর্বে বাড়িতে নিয়ে গেছে। এবিষয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর হোসেনের কাছে জানতে চাইলে ইউপি সদস্য বলেন,
খবর পেয়ে নদীর চরে যেয়ে দেখি, চাঁদনিমূখা এলাকার আমিনুর সানা, হাবিবুল্যাহ গাজী, শামীম গাজী সহ বহু মানুষ গাছ কাটতেছে।
আমি তাদের কে গাছ কাটতে নিষেধ করলে ও তারা গাছ কাটা বন্ধ না করে আমাকে হুমকি ধামকি দিতে থাকে। তিনি আরো বলেন শ্যামনগর থানা পুলিশকে খবর দিলে তাথক্ষনিক গাবুরার বিট অফিসার এস আই আরিফ হোসেন ঘটনা স্থানে এসে গাছ কাটা বন্ধ করেন।
এবিষয়ে শ্যামনগর থানার এস আই আরিফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,শ্যামনগর থানার ওসি স্যারের নির্দেশে মঙ্গলবার সকাল ১০ টায় ঘটনাস্থলে গিয়ে দেখাযায় স্থানীয়রা বহু পরিমাণ গাছ কেটেছে, তবে পুলিশের উপস্থিতি টেরপেয়ে সবাই গাছকাটা বন্ধ করে দৌড়ে পালিয়ে যায়।
মঙ্গলবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।
এবিষয়ে তিনি বলেন, গাছ কাটার খবর পেয়ে আমি গাবুরায় যেয়ে কর্তনকৃত গাছ জব্দ করে স্থানীয় ইউপি সদস্যর নিকট জ্বিম্মায় রেখেছি।
তিনি আরো বলেন এই গাছ গুলো বনবিভাগের আওতার মধ্যে, তবে তাদের সাথে কথা বলে, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে গাছ কাটা ব্যক্তিরা বলেন গাবুরা ইউনিয়নে মেগা প্রকল্পের কাজে বেড়িবাঁধ হচ্ছে,সে জন্য নদীর চরের মাটি কাটলে এই গাছ কাটা পড়বে এই ভেবে আমারা গাছ কেটে নিয়ে যাচ্ছি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।