আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পিতামাতাদের সাথে সংলাপ। উঠান বৈঠকের মাধ্যমে চলছে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা। ১৮ বছরের আগে বিয়ে নয়, ২০ বছরের আগে সন্তান নয়- এই স্লোগান সামনে রেখে ৯নং সোরা দৃষ্টিনন্দন সহ উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করছে লিডার্স।
বুধবার (২০নভেম্বর) বিকাল ৪টার দিকে বেসরকারি সংস্থা লিডার্স এর উদ্যোগে ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক। বৈঠকে বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার নানা শ্রেণি- পেশার নারীরা উপস্থিত ছিলেন।
মোছাঃ রাবিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লিডার্স এর ফিল্ড ফ্যাসিলিটেটর কে, এম, আক্তার হোসেন বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণ পেতে হলে জনসচেতনতার কোনো বিকল্প নেই। তাই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় গাবুরা বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু তাই নয়, উপজেলা তথ্যকেন্দ্রের মাধ্যমে মহিলাদের যে কোনো বিষয়ে তথ্যসেবা প্রাপ্তির সুযোগ গ্রহণের জন্যও এ উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। পরিশেষে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন,উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-হুদা মালী, ৯নং সোরা সূর্য তরুণ যুবসমাজ আক্তার হোসেন, গাবুরা রক্তদান সংস্থার আশিকুর রহমান, নারী সংগঠনের আম্বিয়া বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন, আমজেদ শেখ, মিজানুর রহমান, আবুল কালাম,আবু সাঈদ,শাহিন,নাজমিন নাহার, কুলছুম বেগম, প্রমূখ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।