সাহেব রেজা (শ্যামনগর) প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার উপকুলীয় এলাকায় ইউনিয়ন বুড়িগোয়ালিনীর ৬ নং ওয়ার্ড দুর্গাবাটীতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে আবারও ভাঙ্গন সৃষ্টি হয়েছে। (২৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দুপরের জোয়ারে পানির গতিতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ফাটল ধরেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, এই দুর্গাবাটীর বেড়িবাঁধে বাজেট থাকার পরও ঠিকাদারের অবহেলার কারণে সেখানে সঠিক ভাবে কাজ বাস্তবায়ন হয়নি যার ফলে আমরা আতংকে দিন পার করছি। এই বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।এলাকার মানুষ আতংকে রয়েছে।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, এই স্থানটিতে ভাঙ্গন বা ফাটল ধরার বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার মহোদয় ও শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন মহোদয়কে জানিয়েছি আমি সহ শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ্জামান সাঈদ সেখানে দ্রুত উপস্থিত হয়েছিলাম, এখন দুর্গাবাটী এই এলাকাটিতে বেড়িবাঁধ ভাঙ্গন ধরেছে, দ্রুত সময়ের মধ্যেই এখানে কাজ শুরু করতে হবে।
বিষয়টি সম্পর্কে শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উত-জামান ( সাঈদ) নিকট জানতে চাইলে তিনি বলেন,
আমরা উপকূলীয় এলাকার মানুষ, প্রতিনিয়ত দুর্যোগের সাথে আমাদের বসবাস।
পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ফাটল ধরা নিয়ে আমরা কথা বলেছি, সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে। এখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
পোড়াকাটলা এলাকার প্রাক্তন শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস ও স্থানীয় সুধীমহল বলেন আমারা নতুন করে ঘের ভেড়িতে মাছ ছেড়েছি এঅবস্থায় নদী ভাঙনে ভেঙে গেলে এ এলাকার মানুষের ঘেরভেড়ি সহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।
পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌসও মাসুদ রানা বলেন পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা বৃহস্পতিবার সকালে খবর পেয়ে দূর্গাবাটী বেঁড়িবাধের ফাটল স্থান পরিদর্শন করে উর্ধ্বতন কতৃিপক্ষকে জানিয়েছি, বা,রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশ পেলে আমরা দ্রুত কার্যক্রম শুরু করব।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।