আল-হুদা মালী, স্টাফঃ
শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনীতে চ্যারিটি বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়াকে আঁকড়ে ধরি, মাদক কে না বলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে( ৩০ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৫ টায় বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমির আয়োজনে কলবাড়ি জলিল মোড় সংলগ্ন বালুর মাঠে , জনপ্রতিনিধি শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং ক্রীড়া প্রেমী হাজার হাজার দর্শক শ্রোতাবৃন্দে উপস্থিতিতে খুলনা ফুটবল একাডেমি মহিলা দল ও স্কুল লাইন নড়াইল মহিলা ফুটবল একাডেমির খেলোয়াড়দের সমন্বয়ে এক চ্যারিটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলাই নির্ধারিত সময়ের মধ্যে কোন গোল না হওয়ায়
টাইব্রেকারে মাধ্যমে ৩-১ গোলে নড়াইল জেলা মহিলা ফুটবল একাডেমির জয়লাভ করে।
খেলায় বুড়িগোয়ালিনী প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যারিটি ফুটবল ম্যাচ শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক মিসেস খালেদা আইয়ুব ডলি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি গাজী গোলাম মোস্তফা ।
আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য শিল্পী রানী মৃধা, বীর মুক্তিযোদ্ধা ডাঃ নিরাপদ বাইন, বিড পুলিশিং ইনচার্জ পিংকু মন্ডল, এ এস আই লিয়াকত হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ধারাভাষ্য হিসেবে ছিলেন মোঃ শাজাহান সিরাজ, আব্দুল্লাহ সিদ্দিকী,মহিবুল্লাহ ও রবিউল ইসলাম। শ্যামনগর রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সমপ্দাক তৈহিদুর রহমান বাবলুর নেতৃত্বে
খেলা টি পরিচালনা করেন আবু সুফিয়ান ও তার সংগীরা।