তাপস কুমার ঘোষ,নিজস্ব প্রতিবেদক।।
শ্যামনগর উপজেলা’র ভুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে মতবিনিময় ও মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের লিফলেট বিতরণ করেন সোমবার (২১ নভেম্বর) বিকাল ৪টায়,
ভুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কে,এম জাহাঙ্গীর আলম লাভলু সভাপতিত্বে আওয়ামী লীগ অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপদেষ্টা সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ,সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,সাবেক সভাপতি রোকেয়া হল,ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়।আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুদা খানম মেধা।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আজ যখন বাংলাদেশ সারা পৃথিবীতে উৎকৃষ্ট রাষ্ট্রীয় ব্যবস্থা ও মানবিকতার উদাহরণ হিসেবে দেখিয়ে যাচ্ছে, তখনই বিএনপি-জামায়াত তাদের মিথ্যা ও নৈরাজ্যের রাজনীতির অবতারণা করছে। এটাই তাদের চরিত্র।
তিনি আরো বলেন, ১৯৭৫-পরবর্তী সময়ে আমরা যারা এই প্রজন্ম বড় হয়েছি, পাঠ্যপুস্তক সহ রাজপথেও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে পারি নাই। ইতিহাস বিকৃতির মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মকে নষ্ট করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল বিএনপি। আজ বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের প্রকৃত ইতিহাস ফিরে এসেছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও ভুরুলিয়া ইউনিয়নের ৯নং ইউপি সদস্য আব্দুল মজিদ, সাবেক ছাত্র নেতা ও সাংগঠনিক সম্পাদক ভুরুলিয়া ইউনিয়ন যুবলীগ হামিদুল হক,১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকাত হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদ আব্দুর রহিম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্রজেন্দ্রনাথ মন্ডল,৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান,৬নং ওয়ার্ড সভাপতি অশোক কুমার মন্ডল, ভুরুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জিন্নাত আলী, ৪নং আওয়ামী যুবলীগের সভাপতি এস,এম আনোয়ারুল ইসলাম,সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলার মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আনিসুর রহমান প্রমুখ।ইউনিয়ন আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী লীগ আওয়ামী যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় অনুষ্ঠান শেষে সন্ধ্যায় চালিতাঘাটা বাজারে সকল ব্যবসায়ীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের লিফলেট বিতরণ করেন।