মোঃ আরিফুজ্জামান সাগর, নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগ পর অনুষ্ঠিত মহাসমাবেশে যোগ দিতে বুধবার (২ আগস্ট ২০২৩) জিলা স্কুল মাঠে এসেছিলেন ৯৫ বছর বয়সী ভাষাসংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মজিবুর রহমান। তাঁকে এ বছর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘একুশে পদক’-এ ভূষিত করেছেন বঙ্গবন্ধুকন্যা। রংপুরের বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান হুইল চেয়ারে সভামঞ্চে উপবিষ্ট ছিলেন।
বঙ্গবন্ধুকন্যা এগিয়ে এসে তাঁর সঙ্গে কথা বলেন। স্বভাবসুলভ আন্তরিকতায় জানতে চান তাঁর খোঁজখবর। প্রধানমন্ত্রীর সৌজন্যতায় আপ্লুত হন মোহাম্মদ মজিবুর রহমান, মন খুলে আশির্বাদ করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে। সৃষ্টি হয় শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসার এক অনন্য নজির।