প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ধান ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার এবং পাট বীজ বিতরণের শুভ উদ্ধোধন করা হয়েছে।
১৭ মার্চ শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজনে এসব উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী’র সভাপতিত্বে ও কৃষি অফিসার শান্তনা রাণীর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু,উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুবকর সিদ্দিক, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।