মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে কোলাপাড়ায় প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে পূর্নরায় চলছে অবৈধ ড্রেজার বানিজ্য। রাতের আঁধারে ভরাট করা হচ্ছে জলাশয়। সোমবার উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কোলাপাড়া গাবতলা নন্দনাণ সাহা ব্রীজের সংলগ্ন ২ একরের এই জলাশয়টি ফের অবৈধ ড্রেজার দিয়ে বালু ভরাট করা হচ্ছে। লৌহজং উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান দীর্ঘদিন যাবৎ অবৈধ ড্রেজার বাণিজ্য চালিয়ে আসছে। পার্শ্ববর্তী লৌহজং উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান হাজী আশরাফ হোসেন খান মালিকানার ড্রেজারটি দিয়ে কোলাপাড়া ইউনিয়নের বিভিন্ন ফসলী জমি, খাল, পুকুর ও জলাশয় একেরপর এক জমি ভরাট করে যাচ্ছে মোঃ রিপন।সরেজমিনে কোলাপাড়া এলাকায় গিয়ে ফের জলাশয়টি ভরাটের সত্যতা পাওয়া যায়। লক্ষ্য করা গেছে,মাটির রাস্তার পার্শ্ব দিয়ে জলাশয় ড্রেজার দিয়ে বালু ভরাট করা হচ্ছে। রাঢীখাল ইউনিয়নের হাতারপাড়া জনবসতি এলাকায় বোস্টার বসিয়ে সেখান থেকে লোহার মোটা পাইপ লাইনটি রাস্তা বরিং করে ও বিভিন্ন কৃষি জমির ওপর দিয়ে টেনে কোলাপাড়ায় ড্রেজার লাইনটির সংযোগ দেওয়া হয়েছে। এতে রাস্তায় দুর্ঘটনার প্রবনতা বেড়ে, বোরিং করায় কোটি টাকার রাস্তা হুমকির মুখে।অপরদিকে দীর্ঘ ড্রেজারের পাইপ লাইনের ফলে ফসলী জমিতে হালচাষ ও কৃষি কাজকর্মে ভোগান্তির শিকার হচ্ছে বলে এলাকার ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করছেন। এ বিষয়ে স্থানীয় ভূমি উপ-সহকারী তহশিলদার মোঃ আমির হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ড্রেজারের বিষয়ে আমার কিছু জানা নাই
এ বিষয়ে শ্রীনগর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু বকর সিদ্দিক বলেন, আমি বিষয়টি জানতে পেরেছি। আমি আগামীকাল গিয়ে আইনগত ব্যবস্থা নিবো।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।