স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও একশত তিন পাউন্ড কেক কেটে উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেনের নেতৃত্ব দিবসটি উদযাপন করা হয়েছে।
১৭ মার্চ শুক্রবার সকাল ১০টায় শ্রীনগর ঝুমুর হল প্রাঙ্গণে উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের ৫শতাধিক নেতাকর্মীর মিলন মেলায় এই দিবসটি পালন করা হয়।
উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সেলিম আহম্মেদ ভূইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন,ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ডালু,সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস জীবন মৃধা ও শফিকুল ইসলাম মামুন,কার্যকরী সদস্য মিনহাজ উদ্দিন মিনাজ।
আরও উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত,বাংলাদেশ কম্পিউটার সমিতি সভাপতি ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের উপদেষ্টা ইঞ্জিঃ সুব্রুত সরকার,বাংলাদেশ আঃলীগ আইন বিষয়ক উপ-কমিটি সদস্য ব্যারিস্টার শিমুল কিবরিয়া,উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ফিরোজ আল-মামুন,সেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার ও সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুনসহ উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।