শেখ আছলামঃ
মুন্সীগঞ্জে শ্রীনগরে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমি কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় রোপা আমন ধানের(উফশী জাত)আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,প্রান্তিক ও মাঝারি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্ধোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ১৫ জুন বৃহস্পতিবার শ্রীনগর কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ৩০০ কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার সরবরাহ সহ প্রতি কৃষককে ৫কেজি বীজ,১০কেজি ডিএপি সার,১০কেজি এমওপি বিনামূল্যে দেওয়া হয়।
কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণের সভাপতিত্বে উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী।
আরো উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা সমীর কুমার বসাক প্রমূখ।