র্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মুসাকে আটক করে। তাকে তল্লাশী করে তার দখল হতে ৭ হাজার ৭০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনকারী ১টি ইজিবাইক জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ১০ হাজার টাকা। মাদক ব্যবসায়ী মুসার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীনগর থানায় মামলা হয়েছে।