শেখ আছলামঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে।
শনিবার (৫ আগস্ট)১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে পিতা বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন সম্ভাবনাময় এই তরুণ নেতা।
শেখ কামালের জন্ম দিবসটি রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে তারই ন্যায় শ্রীনগর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান,সরকারের সব দফতর কর্মকর্তা,গণমাধ্যমকর্মী ও উপজেলা আওয়ালীগের নেতৃবৃন্দ যথাযথ মর্যাদায় দিবসটি নানা কর্মসূচি ও পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে পালন করেছে।
এসময় উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন,উপজেলা নবাগতা সরকারি কমিশনার( ভূমি),শ্রীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল-তায়াবীর।
আরও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হারুন উর-রশিদ, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।