শেখ আছলাম,ষ্টাফ রিপোটারঃ
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
২৮মার্চ মঙ্গলবার বিকেল ৩টায় ষোলঘর ইউনিয়নে উমপাড়া কেউটখালীতে শ্রীনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার শান্তনা রাণীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রেজাউল করিম।
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন,ঢাকা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এস এম সোহরাব উদ্দিন,ঢাকা খামারবাড়ি তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোঃ জসীমউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,মুন্সিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ডক্টর মোঃ আবদুল আজিজ, জেলা প্রশিক্ষণ অধিদপ্তর অফিসার কৃষিবিদ এবি এম ওয়াহিদুর রহমান,মুন্সিগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ উত্তম কুমার কবিরাজ,ঢাকা অঞ্চলের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল হক আকন্দ,অতিরিক্ত কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ প্রমূখ।