শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া থেকে ২০ পিস স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে হাঁসাড়া হাইওয়ে থানা
পুলিশ তাদেরকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা।
আটককৃত মোস্তফা যশোর বেনাপোলের মো. আব্দুল মান্নানের ছেলে ও নাজিম মন্ডল যশোরের নিমটা এলাকার হামিদ মন্ডলের ছেলে। হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলগামী নড়াই
এক্সপ্রেসওয়ের একটি বাসে (ঢাকা মেট্টো ব- ১৪৭৩১৫) তল্লাশিচালানো হয়। এ সময় মো. মোস্তফা (৩৫) ও নাজিম মন্ডল (৩৪) নামে ২জনের কাছ থেকে পলেথিনে মোড়ানো ৪টি প্যাকেটে মোট ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এই বিষয়ে সিনিয়র কর্মকর্তাদের সাথে আলোচনা করে মামলার প্রক্রিয়া চলমান ।