শেখ আছলামঃ
জেলা ও উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় শুরু হয়েছে ২০২৩ দুই দিন ব্যাপী সাহিত্য মেলা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সাহিত্য মেলা আয়োজনের ধারাবাহিকতায় শ্রীনগর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন বলেন, “প্রান্তিক পর্যায়ে যারা সাহিত্য চর্চা করেন, তাদেরকে মূল স্রোতধারায় এনে বাংলার সাহিত্যকে আরও সমৃদ্ধ করাই এ মেলার প্রধান উদ্দেশ্য।
উদ্ধোধনী অনুষ্ঠানের সভাপতি শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে যে অসুস্থ সংস্কৃতির চর্চা রয়েছে, সাহিত্য মেলার ধারা অব্যাহত থাকলে তা কাটিয়ে ওঠা সম্ভব।” তৃণমূল পর্যায়ে যারা সাহিত্য চর্চা করে তারা যাতে মূল ধারায় আসতে পারে সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলা আয়োজনের নির্দেশনা প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলা একাডেমির উপ-পরিচালক ইমরুল ইউসুফ,উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ,অধ্যক্ষ আবুল হোসেন,সদর চেয়ারম্যান তাজুল ইসলাম,শিক্ষক ও লেখক আলতাফ হোসেন প্রমূখ।
মেলায় থাকছে সেমিনার, প্রবন্ধ পাঠ, আলোচনা পর্ব এবং কর্মশালা। এছাড়াও থাকছে সাহিত্যের বিভিন্ন ধরন, ছন্দ,বানান,কবিতা, ছড়া ও বাক্য গঠন নিয়ে প্রশিক্ষণ।
উদ্বোধনী অনুষ্ঠানে পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।