গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অনুমোদন বিহীন হাসপাতালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা ও একটি হাসপাতাল সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল মামুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলায় ৩২টি অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এসব নামসর্বস্ব হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। বিভিন্ন অভিযোগে এস আর ইবনে সিনা এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা ও মাওনা ল্যাব এইড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা, সিলগালা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মো. আল মামুন বলেন, বিভিন্ন অভিযোগে মাওনা ল্যাব এইড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় অসঙ্গতি থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেয়া হয়। হাসপাতালে রোগী থাকায় সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণের নির্দেশনা তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন না করে একদিন সময় দেয়া হয়। এসময় মাওনা ল্যাব এইড হাসপাতালের মালিক পালিয়ে যায়। তাকে পুলিশ দিয়ে খুঁজে আনা হয়। একই সাথে এসআর ইবনে সিনা এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কাগজপত্রে অসঙ্গতি থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মাওনা ল্যাবএইড হাসপাতালের মালিক পালিয়ে যায়। তাকে পুলিশ দিয়ে খুঁজে এনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
তিনি আরো জানান, আগামী এক সপ্তাহের মধ্যে শ্রীপুরের সবকটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে। অবৈধ হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হবে। অপর দিকে মাওনা পপুলার মেডিকেল সেন্টারের অনুমোদনসহ যাবতীয় কাগজপত্র সঠিক পাওয়া যায়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।