সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ইংরেজী নববর্ষ উপলক্ষে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টাংগুয়া হাওর ওয়াচ-টাওয়ার সংলগ্ন গোলাবাড়ি গ্রামের প্রতিদ্বন্দ্বীত মেম্বার প্রার্থী মো.খসরুল আলম। তিনি নতুন বছরে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। মো.খসরুল আলম,টাংগুয়া হাওর বিলাস এর মালিক ও বিগত সময়ে ৯নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বীত প্রার্থী ছিলেন। তিনি শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে আগামী ৯নং ওয়ার্ড নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে জানান দিয়ে প্রিয় ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনতার কাছে দোয়া ও সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন মো.খসরুল আলম। তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন বছর সবার জীবনের সকল প্রকার ব্যর্থতা ও গ্লানি মুছে দিবে এবং বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি আমি এই কামনা করি। ৯নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বীত প্রার্থী মো.খসরুল আলম আরও বলেন (শ্রীপুর উত্তর ইউনিয়ন)এবং আমার প্রিয় ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ কে আমি অনেক ভালবাসি, তারাই আমার আপনজন। বছরের শুরু থেকে শেষদিন পর্যন্ত তাদের সাথে মিলেমিশে থাকতে চাই। তাদের সেবক হয়েই আমার বাকিটা জীবন কাটাতে চাই। টাংগুয়া হাওর বিলাস এর মালিক খসরুল আলম আরও বলেন, অর্থ আধিপত্য কিংবা পেশি শক্তি দিয়ে নয়, ভালবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই। আগামী নির্বাচনে আমার ৯নং ওয়ার্ডবাসীর সমর্থন নিয়েই আমি আবারও ৯নং ওয়ার্ডে নির্বাচন করার আশা ব্যর্থ করছি। আমার চাওয়া-পাওয়ার কিছু নাই আমি যতদিন পৃথিবীতে বেঁচে আছি জনকল্যাণকর কাজে নিজেকে উৎস্বর্গ করতে চাই। আমি অর্থ আর আধিপত্য দিয়ে নয়’ ভালবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই। পরিশেষে আমার পক্ষ থেকে” আবারও শ্রীপুর উত্তর ইউনিয়নসহ প্রিয় ৯নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষেকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।## শুভেচ্ছান্তেঃ মো.খসরুল আলম, প্রতিদ্বন্দ্বীত মেম্বার প্রার্থী”৯নং ওয়ার্ড।