আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বিভিন্ন পত্রিকা ও অনলাইনে “ভূমিহীন দম্পতির কপালে জোটেনি আশ্রয়ণের ঘর” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর আশ্রয়ন প্রকল্পের জমিসহ ঘর পেলেন ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামের নিঃসন্তান ভূমিহীন দম্পতি নিরাঞ্জন মালো ও মিরা রানী।
আজ মঙ্গলবার বিকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপুটি আশ্রয়ন প্রকল্পে গিয়ে ওই ভূমিহীন দম্পতি নিরাঞ্জন ও মিরার হাতে ঘরের চাবি তুলে দেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহিন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাসসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহিন বলেন, বাংলাদেশ সরকারের গৃহীত একটি উদ্যোগকে আরো কিভাবে সাফল্য মন্ডিত করা যায়, এজন্য সাংবাদিকরা ছিন্নমূল ও অসহায় ব্যক্তিদের কথা তুলে ধরে আসছেন। আমরা সপ্তাহ খানিক আগে সংবাদপত্রের মাধ্যমে ভূমিহীন মিরা-নিরাঞ্জন দম্পতির বিষয়ে জানতে পেরেছি। সংবাদ প্রকাশের পর নিরাঞ্জন ও মিরা দম্পতিকে খুজে এনে আজকে তাদেরকে পুনর্বাসিত করলাম।
তিনি আরো বলেন, এখন থেকে তারা কুমারপুটি ১৯ নাম্বার ঘরে থাকবেন। বিদ্যুত ও পানিসহ সব ধরণের ব্যবস্থা এখানে আছে। তাদেরকে কৃষি বীজও দেওয়া হয়েছে। ঘরের আশেপাশে খালি জায়গায় সবজি আবাদ করবেন। এটিই হলো এই সরকারের সফলতা। আমরা চাই প্রত্যাকটি মানুষ এগিয়ে যাক, এটাই আমাদের লক্ষ্যে।
উল্লেখ্য, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ বাড়ি প্রদান করা হয়েছে। কয়েকটি ধাপে ফরিদপুরের সালথা উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৬৩৩টি ঘর ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়। এছাড়াও বিভিন্ন প্রকল্পে আরও অনেক ঘর উপজেলায় প্রদান করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।