স্টাফ রিপোর্টারঃ মেয়েরা হচ্ছে ছলনাময় ‘হ্যাভ আ রিল্যাক্স, সি ইউ, নট ফর মাইন্ড’ বাক্য বলে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্যামল চন্দ্র নিত্য নতুন আলোচনার জন্ম দিচ্ছেন। ট্রেনের টিকেট কালোবাজারির মাধ্যমে বিক্রির একটি অডিও ক্লিপ ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে জাতীয় দৈনিক একাধিক পত্রিকাসহ অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রচার হয় শ্যামলের বিরুদ্ধে।
এ ঘটনায় শ্যামল সংবাদকর্মী রাশেদুল ইসলাম রাশেদকে তার ব্যবহৃত মুঠোফোনে কল করে আবারও অশ্লীল ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেন। এ নিয়ে (১৭ জুলাই) আবার ৪ মিনিট ৮ সেকেন্ড এর একটি কল রেকর্ড ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে। যা এখন ইতোমধ্যে ভাইরাল।
সেই ৪ মিনিট ৮ সেকেন্ড এর অডিও ক্লিপে শ্যামল নিজেকে ট্রেনের টিকেট কালোবাজারির মূল হোতা দাবী না করলেও দালালদের কাছ থেকে টিকেট কিনে তা আরো চড়া দামে বিক্রি করে কিছু টাকা ইনকাম করার কথা জানান । পরে সংবাদকর্মী রাশেদুল ইসলাম রাশেদকে রিপোর্টসহ অডিও ক্লিপ ফেসবুক থেকে ডিলেট করার নির্দেশ দেন শ্যামল। তার কথায় সংবাদকর্মী রাশেদ রাজী না হওয়ায় বামনডাঙ্গার মাটিতে পা রাখলে দেখে নেয়াসহ হত্যার হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন শ্যামল।
এর আগের সেই ভাইরাল অডিওতে শোনা যায়, শ্যামল সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ঢাকা গামী ট্রেনের টিকেট ঈদকে কেন্দ্র করে ৪৬৫ টাকার একটি টিকেট ১৫০০ টাকায় দরকষাকষি করছেন। অপরপ্রান্ত থেকে যখন জানতে চাওয়া হয় লালমনি এক্সপ্রেস নাকি রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকেট দেয়া হবে? উত্তরে শ্যামল যেকোনো ঢাকা গামী ট্রেনের টিকেট কালোবাজারির মাধ্যমে ১৫০০ টাকার বিনিময়ে দিতে পারবেন বলে জানান।
এসব বিষয়ে জানতে শ্যামলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে বামনডাঙ্গা রেলস্টেশনে পাওয়া যায় নি।অন্য দিকে তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার এবং সাপ্তাহিক নতুন বাংলার সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, আমি সুন্দরগঞ্জ প্রেসক্লাবের একজন সদস্য। ইতোমধ্যে ক্লাবের সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে বিষয়টি জানিয়েছি। তাদের পরামর্শক্রমে আমি যথাযথ আইনী ব্যবস্থা নেব।
তবে শ্যামলের বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাইয়ুল মিয়া বলেন, শ্যামল আমাদের রেল বিভাগের কোনো স্টাফ নয়। শ্যামলকে দিয়ে রেলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে; এমন কোনো লিখিত অভিযোগ পেলে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।
উল্লেখ্য, শ্যামল রায় ভুল শুদ্ধ মিলিয়ে ‘হ্যাভ আ রিল্যাক্স, সি ইউ, নট ফর মাইন্ড’ বলে সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়। এরপর থেকে দেশের নেটিজেনদের কাছে শ্যামল নামটি পরিচিত হয়ে ওঠে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।