সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার অথবা নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ বলে মন্তব্য করেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ শুক্রবার মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বাড়িতে পরিদর্শন শেষে প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের অবসান হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। যেন ফ্যাসিবাদ সরকার আর কোনদিন ফেরত না আসে সেজন্য সংস্কার চলছে। আমাদের কাজ সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার অথবা নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা।’
তিনি বলেন, ‘ব্যাপকভাবে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটি যেন বন্ধ হয়। আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে যেন স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে ওঠে। যারা অত্যাচার করেছে আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদেরও মানবাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আমরা তাদের ওপর অত্যাচার করতে পারবো না। তাহলে আমরা আবার ভুল করে ফেলব।’
এর আগে সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে মুন্সীগঞ্জের উত্তর ইসলামপুরের নিহত তিনজনের পরিবারের সাথে দেখা করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। এরপর তিনি মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে আইনজীবীদের সাথে মতবিনিময় করেন। পরে সকাল ১১ টার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।