মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী অংশে সড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখায় ২ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হাটহাজারীর মির্জাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, অভিযানে মো. শাহজাহানকে মহাসড়কের ওপর বালু রাখার অপরাধে ২০ হাজার টাকা, নুরুল আমিনকে মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণভাবে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয়ক্ষেত্রে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মামলা গ্রহণ করা হয়।
অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনা ও যানজট নিরসনের মাধ্যমে নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে।
ইতিমধ্যে এ বিষয়ে জেলা প্রশাসক ৪ উপজেলার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।