উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
মঙ্গলবার উল্লাপাড়া উপজেলার সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দলনের শহীদ ও আহতদের জন্য স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এই স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদারের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক মমতাজ সিদ্দিকা, দয়াল কুমার সূত্রধর, শিক্ষার্থী আনিকা তাবাসুম, আশা আফরিন ও অভিভাবকবৃন্দ। স্মরণ সভা শেষে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।