আলী আজীম,মোংলা (বাগেরহাট):
যারা শ্রমিকের দাবী দাওয়া সহ সকল বিষয়ে দেখবাল করবেন। যারা বিপদে আপনাদের পাশে থাকবে, সৎ, নিষ্ঠ সত্যিকারের মাঝিদের মধ্যে বেছে নিয়ে আপনারা তাদের ভোট দিয়ে নির্বাচিত করুন। এ ঘাটের নাম ছিলো কাঙ্গালি ঘাট। আজ তার একটি সিরিয়ালের দাম দুই লক্ষ টাকা। কারা আপনাদের জন্য শ্রম দিয়েছেন? কারা সত্যি কারের মাঝি? আপনারা খুজে বের করে তাদের ভোট দিয়ে নির্বাচিত করুন। যারা কোনদিন নৌকার বৈঠা পর্যন্ত ধরেন নি তারাও এখন মাঝি দাবী করে। তারা আসে মধু খুজতে। তারা মধু নিয়েই চলে যাবে। এমনও দিন আছে যদি পাঁচ হাজার টাকা ভাগে হয় দেয় এক হাজার টাকা। এ নিয়ে কোন মাঝি কথা বললে মাঝিদের বলে কাল থেকে তুমি ঘাটে আসবে না।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকাল পৌর শহরের ২নং পাকা জেটি এলাকায় মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘ-১১৬০ এর কার্যকরি কমিটির নির্বাচনকে সামনে রেখে সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।
মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘ-১১৬০ এর সভাপতি মোঃ আঃ রব ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মোংলা উপজেল পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পৌর আ’লীগের সাবেক সভাপতি ও মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শেখ আঃ সালাম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, ১নং চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে খুলনা শ্রম অধিদপ্তরের উপ- সহ সহকারী পরিচালক অসীম কুমার বিশ্বাস, মোংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা মোংলা শাখার সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল, পৌর ১নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি বেল্লাল হোসেন, পৌর ১নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম চৌধুরী, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ মাঈনুল হোসেন মিন্টু, যুবলীগ নেতা ইব্রাহীম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম বাবুল, মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘ-১১৬০ এর আওতাভুক্ত সমিতির সভাপতি মোঃ শহিদুল ভুইয়া, সাধারণ সমাপাদক মোঃ আলী আকবর, সভাপতি মোঃ কামাল গাজী, সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হাওলাদার, সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার, সভাপতি মোঃ নান্টু, সাধারণ সম্পাদক মোঃ মিজান মোল্লা, সভাপতি মোঃ এমাদুল ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন মীর, সভাপতি মোঃ ফরিদ, সাধারণ সম্পাদক বাবু পরিমল, সভাপতি আজমল, সাধারণ সম্পাদক রনি গাজী, সভাপতি সনীদ বাবু, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকল মাঝিরা মোংলা পৌর আ’লীগের সাবেক সভাপতি ও মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শেখ আঃ সালাম কে এই নির্বাচনে চেয়ারম্যানের দায়িত্বে থাকতে জোর দাবী জানান।