এস এ আখঞ্জী,তাহিরপুরঃ
কাতার বিশ্বকাপ ফিফা (২০২২)’র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে। সুমামগঞ্জের তাহিরপুর উপজেলার গ্রাম-গঞ্জের, হাট- বাজারে, সন্ধ্যার লগ্ন থেকেই,চায়ের দোকানের টিভির পর্দার সামনে,ক্রীড়া প্রেমীদের ড়িড় জমেছে ওঠেছে।
আজ রবিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায়’ এশিয়ার মরুভূমির দেশ কাতারের জাতীয় স্টেডিয়ামে,ফিফা বিশ্ব কাপ (২০২২)’র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা,আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৮সালের বিশ্ব চ্যাম্পিয়ান ফ্রান্স আর ফুটবলের রাজপুত্র ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা। যে দেশ ফিফা বিশ্বকাপ খেলার শুরুতেই( ১৯৩০ সালে) ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেছি।
দীর্ঘদিন খেলায় অংশ গ্রহণের মাধ্যমে, গুনগত মান ভাল হওয়ায়,
বিশ্বের ক্রীড়া প্রেমীদের মনে জুড়ে জায়গায় করে নিয়েছে আর্জেন্টিনা। জনপ্রিয়তায় রয়েছে শীর্ষে, ফলে তাদের ভক্তের সংখ্যা অধিক। তার মধ্যে বাংলাদেশের ফুটবল প্রেমীরা অধিকাংশই ম্যারাডোনা, মেসির ঘোরভক্ত। তাই প্রিয়দল, প্রিয় খেলোয়াড়ের খেলা উপভোগ করতে, দোকানের আসন (চেয়ার) আগে থেকেই নগর অর্থ দিয়ে ভাড়া করে বুকিং দিচ্ছেন ফুটবল প্রেমী। নির্ধারিত সময়ে আসন পাওয়া পাবে না,এমন ভাবনায় অগ্রিম বুকিং চলছে প্রতিটি বাজারের চায়ের দোকানের চেয়ার নামক আসন।
সরজমিন ঘুরে দেখা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে আশ- পাশের, অধিকাংশ গ্রাম থেকে ছুটে এসেছে ভিড় জমিয়েছেন ফুটবল প্রেমীরা। যার ফলে বাজারের অলি- গুলি শীতের রাতেও জমে উঠেছে। কিশোর,যুবক, বৃদ্ধের পদচারণায়।
আনন্দ ভাগাভাগিতে,সবার সাথে
উপভোগ করতে চান ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা।
আর্জেন্টিনার ভক্ত” উপজেলার তরং গ্রামের কাহার খান এর সাথে কথা হয়, তিনি বলেন, বিশ্বের সব থেকে ভাল মানের খেলোয়াড় যদি
কেউ থাকে সেটি হল আর্জেন্টিনার, ম্যারাডোনা, মেসিসহ তাদের দল। পেশী শক্তি, দেশের শক্তি দিয়ে সুনাম অর্জন করেনি আর্জেন্টিনা। তারা কর্মের মাধ্যমে বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে সুনাম অর্জন করে,ফুটবলের রাজপুত্র হয়েছে। এবারের বিশ্ব কাপ আমরাই বিজয়ী হব।
আরেক ফ্রান্সের পাগল ফুটবল প্রেমী শাহীন আখঞ্জী বলেন, আমরা ফিফা বিশ্বকাপের বিশ্ব রেকর্ড গড়বো, একাধারে কেউ, বিশ্ব চ্যাম্পিয়ান হতে পারিনি। কিন্তু এবার এমবাপ্পী বিশ্বকে তাক লাগিয়ে বিজয়ের মুকুট পরিহিত হবে। বিজয়ের উল্লাস আমরাই করব। ইশাআল্লাহ।
প্রতি চার বছর পরপর বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা অনুষ্ঠিত হয়ে থাকে।এ খেলা নিয়ন্ত্রণ করেন ফিফা বিশ্ব সংস্থা। এবার কাতারে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট (২০২২) সালের ২০ নম্ভেবর থেকে আনুষ্ঠানিক ভাবে খেলা শুরু হয়। মরক্কো বনাম ক্রোয়েশিয়ার মধ্যে প্রতিযোগীতা হয়ে ২-১ গোলে বিজয়ী হয়ে তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া রয়েছেন। ১৮ডিসেম্ভের ফাইনালের মধ্যে দিয়ে সমাপ্ত ঘটবে এ ক্রীড়া প্রতিযোগিতা।