“সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে ই-কমার্স প্রতিষ্ঠান বাজার হোম এর জন্য সম্প্রতি একটি প্রোমোশনাল বিজ্ঞাপনে কাজ করেছেন বাংলা নাটকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ও তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক। তরুণ রাকিব চৌধুরীর নিদর্শনায় নারায়ণগঞ্জের এডভেঞ্চার ল্যান্ড পার্ক ও ডট স্টুডিওতে এ বিজ্ঞানের শুটিং হয়েছে।
পলক জানায়, শুটিং এর মাঝে খুব আড্ডা হয়েছে, কাজ করার অভিজ্ঞতা ভিষণ ভালো। সকলের ভালোবাসার অনেকদূর এগিয়ে যেতে চাই।
প্রোমোশনাল বিজ্ঞাপনের শুভেচ্ছা ভিডিওতে অভিনয় করেছেন অভিনেত্রী কেয়া ও বাজার হোম এর ব্যাবস্থাপনা পরিচালক আরিফুল ইসলাম। বিজ্ঞাপনে চিত্রগ্রাহন করেছেন জাহিদুর ইসলাম হৃদয়। এসিস্ট্যান্ট ডিরেকশন করেছেন আহাম্মেদ বাদশা, রিপন ও নজরুল। রুপসর্জা করেছেন জনপ্রিয় ফ্যাশন করিওগ্রাফার শাহারিয়ার সোহেল।
জানাগেছে বাজার হোম এর এই ক্যাম্পেইনের প্রোমোশনাল বিজ্ঞাপনে ইতিপূর্বে অংশ নিয়েছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার আয়াত রহমান ও আরিয়ান মুন্না।