আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
আপনারা নিজেদেরকে অসহায় ভাববেন না, রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন। আপনার সন্তানকে পার্শ্ববর্তী স্কুলে পাঠান। তারা লেখাপড়া করে আমাদের মত অফিসার হতে পারবে, দেশের উন্নয়নে আত্মনিয়োগ করবে। সবাই মিলে নতুন করে দেশটা গড়ে তুলবো। ফরিদপুরের সালথায় উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা মাল্টিপারপাস হল রুমে সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে আশ্রয়ণ-২ প্রকল্পে উপকারভোগীদের পেশাভিত্তিক প্রশিক্ষণের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন,ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
তিনি আরও বলেন, আপনাদেরকে ১০ দিনের পেশা ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। আপনারা এই প্রশিক্ষণ শেষে নিজে নিজে স্বাবলম্বী হিসেবে বিভিন্ন পেশায় আত্মনিয়োগ করবেন। আপনারা সবাই আশ্রয়ণ প্রকল্পের ঘরে নিয়মিত বসবাস করবেন। যদি কেউ ঘরে না থাকে তাহলে তার ঘরের বরাদ্দ বাতিল করা হবে। আপনাদের যেকোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের পাশে সব সময় আছি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তন্ময় ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মোঃ শাহরিয়ার জামান সাবু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি।
শুভ উদ্বোধন শেষে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সুখ দুঃখের কথা শোনেন। জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। এরপর ভূমি অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।