সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে গাছের চারা রোপণের জন্য বিতরণ কর্মসূচির অংশ হিসেবে
বুধবার,১১/১০/২০২৩, বেলা-১১টায় হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরার , শেখ এজাজ আহমেদ স্বপন, শিল্প ও বাণিজ্য সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, সাতক্ষীরা জেলার সার্বিক ব্যবস্থাপনায়
সাতক্ষীরা জেলার, তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আঃ হাইয়ের মাধ্যমে শতাধিক মানুষের হাতে ১০০টি আম গাছের চারা বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বার রাজনৈতিক নেতা এলাকার গণ্যমান্য ব্যক্তি,
২০১৬ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘উপকূলীয় অঞ্চলগুলোতে সবুজ বেষ্টনী গড়তে হবে, যেগুলো মাটি ধরে রাখে। যেমন- আমাদের ঝাউগাছ, খেজুরগাছ, তালগাছ সহজ অন্যান্য গাছ আমাদের রোপণ করতে হবে। এই ব-দ্বীপটাকে (বাংলাদেশ) বাঁচাতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই।
বন বিভাগের সূত্রমতে, উপকূলীয় এলাকার ১২ লাখ ৩৬ হাজার একর ভূমি বনায়ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দুই দশমিক ৪৭ একর সমান এক হেক্টর হলে এতে প্রায় ৫ লাখ হেক্টর জমিতে সবুজ বেষ্টনী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু বন বিভাগ এখন অবধি সব মিলিয়ে বনায়ন করতে পেরেছে ২ লাখ ৫২ হাজার হেক্টরে। অর্থাৎ এখনও অর্ধেক জমিই রয়ে গেছে বনায়নের বাইরে।
গত ৬২ বছরে ২ লাখ ৫২ হাজার হেক্টর জমিতে বনায়ন করার অর্থ হচ্ছে বছরে বনায়ন করা হয়েছে ৪ হাজার ৬৪ হেক্টর। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এই হার বেড়েছে। ২০১৫-১৬ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে বনায়ন করা হয়েছে। অর্থাৎ গত সাত বছরে বনায়নের হার আগের তুলনায় প্রায় দ্বিগুণ করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।