মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে শেষ হয়নি বাঁধের কাজ সময়সীমা পেরিয়ে গেলেও অসমাপ্ত আছে অনেক প্রকল্প। কৃষকরা তুলেছে নানা অনিয়মের অভিযোগ,এখনো হয়নি বাঁধের দুর্বা ঘাস লাগানো। এখনো অসম্পন্ন অধিকাংশ বাঁধের মেরামতের ধরমুজ দেয়া ড্রেসিং করা। নির্ধারিত সময় সিমার ১৭ দিন অতিবাহিত হওয়ায় দেখা দিয়েছে কৃষকের মনে শঙ্কা।
জানা যায়, মধ্যনগর ৪৮ টি প্রকল্প রাজনৈতিক বিভিন্ন নেতাদের তদবিরের ফলে, প্রকল্প পিআইসি কমিটি নেওয়ায়, তাদের খেয়াল খুশি মতো কাজ করছে বলে গুঞ্জনের অভিযোগ উঠেছে। ২ নং পিআইসি দিলন তালুকদার বালু দিয়ে বাঁধের মেরামতের কাজ করায় কৃষকরা তুলেছে অভিযোগ, এবং ৬ নং পিআইসি বাঁধের গোড়া থেকে মাটি উত্তোলনেরও অভিযোগ তুলেছে একাধিক কৃষকরা। তারা বলেন, নদীতে জোয়ারের পানি ও পাহাড়ি ঢলের ধাক্কায় নদীর গর্ভ ভরপুর হওয়ার পর, বাঁধে ফাটল বা শুরুং হওয়ার আশংকা থাকে, ফলে বাঁধ ঝুঁকিপূর্ণ হ'য়ে পরে ।
১৫ ডিসেম্বর বাঁধের কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারী বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও, ১৫ মার্চ মাসেও অনেক প্রকল্প অসমাপ্ত রয়েগেছে। তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, হাওরের পানি নামতে বিলম্ব হওয়ায় নীচু স্থানের মাটির অভাবে, পিআইসিরা সময় মতো কাজ শেষ করতে না পারায়,আরও ৭ দিন সময় বাড়ানো হয়েছে। এখন বাঁধের স্লোপে দুর্বা ঘাস লাগানোর কাজ চলছে,
সরজমিনে ঘুরে দেখা গেছে, কোনো কোনো বাঁধে এখনো ঘাস লাগানো শুরুই করেনি পিআইসিরা। মধ্যনগরে ৪৮টি প্রকল্পের মধ্যে প্রায় ২৩ টি ক্লোজার এর মাটি ভরাট ইতিমধ্যেই শেষ হয়েছে। এবং গুড়মা প্রকল্পের ২৮ নম্বর পিআইসির প্রকল্প সহ ৩৮ টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে বলে কৃষক ও পিআইসি সূত্রে জানা গেছে।
এছাড়াও সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) (২০২২-২৩) অর্থ বছরে অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় সুনামগঞ্জ জেলাধীন পাউবোর নীতিমালা লঙ্ঘন করে, কিছু সংখ্যক সাবেক বাঁধের উঁচু মাটি ভ্যাকো মেশিন দিয়ে আচরায়ে ওই মাটির সাথে বালু মাটি মিশ্রিত করে ভরাট করে বাঁধ নির্মান করারও অভিযোগ রয়েছে ।
অনিয়ম ও অভিযোগের বিষয়ে পানি উন্নয়ন পাউবোর মনিটরিং টেক অফিসার সানু আহমেদ বলেন, ইতিমধ্যে বাঁধের কাজ শেষ পর্যায়ে এখন শুধু ঘাস লাগানো চলছে, এরমধ্যে ৪২ নং পিআইসি'র' রুপন বিশ্বাস কাজের গাফিলতির অভিযোগ থাকায় তার বিরুদ্ধে আইনি উদ্যোগ নেয়া হয়েছে। ২ নং ও ৬ নং প্রকল্পের কাজে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হবে।
মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন, প্রকল্প গুলো দ্রুত বাস্তবায়নের জন্য আমি প্রতিদিন মনিটরিং করছি। যেখানেই অনিয়মের অভিযোগ পেয়েছি তাত্ক্ষণিক আইনি ব্যবস্হা নিয়েছি। এরিমধ্য মাটি ভরাট সম্পন্ন হয়েছে, এখন ঘাস লাগানো ও পানি দেওয়া হচ্ছে। বাঁধের কাজ এখন শেষ পর্যায়ে।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২
১৬/০৩/২৩
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।