বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম ছাত্রদের ঘুষ, দুর্নীতি, সুদ, অপকর্ম, ও দমন-পীড়নের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করতে উৎসাহিত করেছেন। রোববার (২০ অক্টোবর) পঞ্চগড়ের বিষ্ণু প্রসাদ সরকারী উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “সমালোচনা না করলে নতুন ফ্যাসিস্টের জন্ম হবে। তিনি ছাত্রদের উদ্দেশ্যে সতর্ক করেন যে, আজ যদি তারা চুপ থাকে, আগামীতে দেশে আবারও নতুন ফ্যাসিস্ট তৈরি হতে পারে। তিনি বলেন, আমরা সেটা চাই না। যদি ফ্যাসিবাদের পুনর্জন্ম ঠেকাতে চাই, তাহলে গুজবে কান না দিয়ে অন্যায় দেখলে তার বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করতে হবে।সারজিস আলম আরও বলেন, ছাত্রদের ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিতে হবে। তিনি উল্লেখ করেন, শের-ই-বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এবং মাওলানা ভাসানীর মতো মহান নেতারা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয়। তাদের মতো রাজনীতিবিদ হয়ে দেশের সেবা করতে ছাত্রদের প্রস্তুত হতে হবে। এছাড়া, তিনি ঠাকুরগাঁওয়ের রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও উদাহরণ হিসেবে উল্লেখ করেন
সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছায়ফুল্লাহ, ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, ফজলে রাব্বীসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভার আগে সারজিস আলম পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ও পরিদর্শন করেন।