বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসুস্থ সাংবাদিক লিটন মাহমুদকে দেখতে মুন্সীগঞ্জ এলেন সোনিয়া দেওয়ান প্রীতি জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন: ৩ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড হলিউডের Rags to Riches মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন

সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মিরাজুল শেখ 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২২০ বার পঠিত

সবুজ শিকদার,বাগেরহাট প্রতিনিধিঃ

আলোচিত প্রতিবেদনসহ সাহসী, সত্য ও বস্তুনিষ্ঠ এবং নির্ভীক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘সম্মাননা স্মারক’ পেলেন জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি খুলনা বিভাগের উপ-জনসংযোগ ও কর্মসংস্থান সম্পাদক মিরাজুল শেখ।

বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) বিকালে দৈনিক ভোরের চেতনা পত্রিকার হেড অফিসে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় নির্ভীক সাংবাদিক মিরাজুল শেখকে এই সম্মাননা স্মারক দেয়া হয়।

সত্যের সন্ধানে প্রতিদিন, জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২০২২ সালের বর্ষসেরা শ্রেষ্ঠ রিপোর্টার হিসাবে মাননীয় সম্পাদক ও প্রকাশক মোঃ শফিকুল ইসলাম ও জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার সম্পাদক টিম,এম শওকাত আলী মোস্তফা এ সম্মাননা স্মারক তুলে দেন।

দীর্ঘদিন ধরে মফস্বল সাংবাদিকতার জগতে অক্লান্ত পরিশ্রম করে জায়গা করে নিয়েছেন মিরাজুল শেখ।মাদক ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় মাদক চোরাকারবারিসহ দুর্নীতিবাজ ও অপরাধীদের হুমকি একাধিকবার পেয়েছেন তিনি।অসৎ ব্যক্তিদের রক্তচক্ষু আর অপরাধীদের হুমকিতে সর্বস্বান্ত করার ব্যর্থ অপচেষ্টায় তারা লিপ্ত থাকলেও মিরাজুল পেশাগত কাজে সততার সঙ্গে আরও এগিয়ে চলছেন।

ভিশন এস টিভি ও বহমান বাংলা পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি সবুজ শিকদার বলেন,অপরাধীদের বিরুদ্ধে সত্য ও বস্তুনিষ্ঠ লেখনীর মধ্য দিয়ে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরছেন মিরাজুল।এতে তৈরি হয়েছে জনমত। সাধারণ মানুষের মুখের ভাষা হয়ে উঠেছেন তিনি। আর এখানেই তার সাফল্য।

আজকের পত্রিকা ও ৭১ টিভির চিতলমারী উপজেলা প্রতিনিধি এস,এস সাগর বলেন, মফস্বলে শত বাঁধা ডিঙিয়ে অপরাধীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিরপেক্ষ ও নির্ভীক সাংবাদিকতা কাকে বলে, তার পথিকৃৎ হলেন মিরাজুল।

মিরাজুল শেখ বলেন, নিজের ভালো কাজের স্বীকৃতি যদি কর্মরত প্রতিষ্ঠান দেয় তা হলো পরম পাওয়া। এ রকম স্বীকৃতি কাজের প্রতি আরও দায়িত্বশীল হতে প্রেরণা জোগায়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

2 thoughts on "সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মিরাজুল শেখ "

  1. সাংবাদিক শরিফ says:

    Hi

  2. সাংবাদিক শরিফ says:

    সরিষা (ইং“ Mustard) ব্রাসিকা (Brassica) বা ক্রুসিফেরি (Cruciferae) গোত্রের একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। এটি একটি তৈলফসল। এর ডিম্বক বক্রমুখী ৷ সরিষার দানা মশলা হিসেবেও ব্যবহৃত হয়। সরিষা শাক বাংলাদেশে জনপ্রিয়।

Comments are closed.

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।