বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
শ্রম্নতি কটু বলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোট ছয়টি স্কুলের নাম পরির্বতন করেছে উপজেলা শিক্ষা অফিস। বিদ্যালয়গুলোর নামকরণ করা হয়েছে ফুল ও নদীর নামে। কিন্তু স্থানীয় অধিবাসী ও শিক্ষার্থীরা শিক্ষা অফিসের এমন সিদ্ধান্ত মানতে নারাজ। তারা নাম পরিবর্তনে ক্ষুব্ধ।
নাম পরিবর্তনের প্রতিবাদে রবিবার দুপুরে তেঁতুলিয়া মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় নাম পূর্ণবহালের দাবীতে মানববন্ধন সহ গনস্বাক্ষর কর্মসুচি পালন করেছে আজিজনগর ও মাথাফাটা এলাকাবাসী। এর আগে গত বুধবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে ভজনপুর দেবনগড় সরকারী প্রাথমিক বিদ্যায়লয় ও পেদিয়াগছ আব্দুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় মানুষরা উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন করে। পরে তেঁতুলিয়া নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বির কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে দেবনগড় ইউনিয়নে অবস্থিত ভজনপুর দেবনগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে হাসনাহেনা সরকারী প্রাথমিক বিদ্যালয়। অথচ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ওই বিদ্যালয়ের নামে ভজনপুর বাদ দিয়ে দেবনগড় সরকারী প্রাথমিক বিদ্যায়লের নাম প্রস্তাব করে। ওই এলাকার অধিবাসীরা বলছেন,দেবনগড় একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী এলাকা । এটি একটি প্রাচীন জনপদ। পঞ্চগড় জেলার পাঁচটি গড়ের সাথে দেবনগড়ের নাম যুক্ত আছে। সেন রাজবংশের (১৪৪০—১৪৬০) প্রতিষ্ঠাতা ও কামতার রাজা নীলধ্বজ সেন এবং শাহী রাজ বংশের (১৪৯৩—১৫১৯) প্রতিষ্ঠাতা ও মধ্যযুগে বাংলার শ্রেষ্ট শাসক আলাউদ্দীন হোসেন শাহের জন্মস্থান দেবনগড়ে। সেই থেকে দেবনগড়ের নাম অনুসারে ১৯২১ সালেরও আগে প্রতিষ্ঠিত হয় দেবনগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়। তাই তারা নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে আগের নাম পুনর্বহালের দাবি জানান। একই দাবীতে পৃথকভাবে কর্মসূচী পালন করে পেদিয়াগছ গ্রামের এলাকাবাসীরাও। এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পেদিয়াগছ বাদ দিয়ে আব্দুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নামকরনের জন্য প্রস্তাব দেয়। কিন্তু এই বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে রজনীগন্ধা সরকারি প্রার্থমিক বিদ্যালয় । এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, আমাদের বিদ্যালয়টি স্থানীয় মানুষরা কষ্ট করে গড়ে তুলেছিল। পরবর্তীতে একটি জাতীয়করণ হয়। বিদ্যালয়ের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত রয়েছে। পেদিয়াগছ নামটি শ্রুতিকটু যদি হয়ে থাকে তাহলে আব্দুলপুর নামটি তো শ্রুতিকটু নয়। তাহলে আমরা তো বিদ্যালয়ের নাম আব্দুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণের প্রস্তাব রেজুলেশন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে ছিলাম। কিন্তু আমাদের সেই নাম প্রস্তাব না করে রজনীগন্ধা ফুলের নামে নামকরণ করেছে বিদ্যালয়ের। আমরা চাই আমাদের গ্রামের নামে এই বিদ্যালয়টির নাম থাকুক। মাথাফাটা সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মাধবীলতা সরকারি প্রার্থমিক বিদ্যালয় নামকরণ করা হয়েছে। ক্ষুব্ধ মাথাফাটা গ্রামের এলাকাবাসীদের মানব বন্ধনে বক্তারা বলেন স্কুলের ম্যানেজিং কমিটির রেজুলেশন তোয়াক্কা না করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনগড়া নিজে নাম দিয়ে আমাদের শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে অপমান করেছে। আমরা এর বিচার চাই। তারা মাধবীলতা নামটি পরিবর্তন করে মাথাফাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় রাখার দাবী জানান।
মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মহানন্দা নদীর নামে মহানন্দা সরকারি প্রার্থমিক বিদ্যালয় করা হয়েছে। হুলাসুবাড়ি সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের নাম অপরাজিতা এবং বোদা ময়নাগুড়ি সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের নাম দোলনচাপা ফুলের নামে করা হয়েছে। এই দুই এলাকাবাসীও নামকরনের প্রতিবাদ জানিছে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি জানান, কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীরা তাদের প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে পরিষদ চত্বরে মানববন্ধন করে আমার কাছে স্মারকলিপি প্রদান করেছে । আমি তাদের স্মারকলিপি গুলো উপজেলা কমিটিকে জমা দিবো । এ বিষয়ে আলোচনা করবো। পরে উপজেলা কমিটি জেলা কমিটিকে প্রদান করবে এবং জেলা কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় জমা দিবেন।