আলী আজীম,মোংলা (বাগেরহাট):
বর্ণাঢ্য আয়োজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মোংলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারী টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এ প্রতিষ্ঠান প্রাঙ্গণে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও সরকারী টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি দীপংকর দাশ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৮০ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে পাঁচ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে এ শিক্ষা প্রতিষ্ঠান। অনুষ্ঠানে আগত প্রধান ও বিশেষ অতিথিদের ফুল ও ক্রেস্ট দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও কুচকাওয়াজ পরিবেশন করা হয়।
বার্ষিক ক্রীড়াউত্তর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে হাজারও মানুষের ভিড় ছিল সরকারী টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটিকে নারা রঙে সাজানো হয়। প্রতিষ্ঠানের মাঠে বিভিন্ন বয়সী শিক্ষার্থীর ডিসপ্লে ছিল চোখে পড়ার মতো। জাতির পিতার শুভ জন্মদিন, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দাম, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, আমাদের দেশটা স্বপ্নপুরী ইত্যাদি গানের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন ডিসপ্লেতে অংশ নেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা সরকারী কলেজের সাবেক অধ্যাক্ষ গোলাম সরোয়ার, সরকারী টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ দাতা সদস্য সরবরিয়া খানম দরিয়া, উপজেলা আ'লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন শেখ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাহাদুর মিয়া, সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা। এ ছাড়া গভর্নিংবডির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।