কামরুজ্জামান শিমুল,বাগেরহাট জেলা প্রতিনিধি:
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বর্তমান সরকার দেশের স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করেছে। গণমাধ্যমকর্মীদের সুবিধার জন্যই তথ্য আইন করা হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর ৩১টি টেলিভিশন ও অসংখ্য পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের অনুমোদন দিয়েছে। বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। রোববার (৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন আমাদের সরকার সংবাদ প্রকাশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করে না। ইচ্ছে করলে সংবাদকর্মীরা যেকোনো তথ্য জনগণের সামনে তুলে ধরতে পারে।
২ দিন ব্যাপী দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সম্মেলনের আজ ছিল সমাপনী দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধিগণ এই সভায় অংশগ্রহণ করেন। পত্রিকার সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মীর শওকাত আলী বাদশা, বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, ভোরের কাগজের বাগেরহাট জেলা প্রতিনিধি তালুকদার আব্দুল বাকীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তি।
সম্মেলনে পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ও পত্রিকার প্রতিনিধিদের পুরস্কৃত করেন।