নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি সভা ২০২৪ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ফরিদপুর জেলার স্টাফ রিপোর্টার সুদর্শন চক্রবর্ত্তী কে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০ ঘটিকায় স্থান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) ঢাকার কাকরাইলে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকরা সমাজের দর্পন বা আয়না। সাংবাদিকতা পেশা এমনিতেই চ্যালেঞ্জের। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় সাংবাদিকদের। এমনকি বিভিন্ন প্রকার হুমকি, মামলা-হামলার শিকার হতে হয়। তবে ঝুঁকি থাকলেও এটা অত্যন্ত সম্মানজনক পেশা। এ পেশায় আসতে চাইলে একজন সাংবাদিককে বেশি বেশি লেখালেখির চর্চা করতে হবে। সাংবাদিকতা হবে নিরপেক্ষ, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং এগুলো মেনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই একজন সাংবাদিকদের কর্তব্য।
এছাড়া সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইন পাস করা উচিত এবং আইনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আইনের পাশাপাশি সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহাদাত হোসেন, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক অশোক ধর, নির্বাহী সম্পাদক নাসির উদ্দিন মিলন, সহ সম্পাদক তরিকুল ইসলাম, মফস্বল সাংবাদিক আজগর হোসাইন, দেবনিষ্ঠা জানা এবং সিনিয়র সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।