শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামাল উদ্দিন  মুন্সীগঞ্জে যুবদল নেতা মুকুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন সালথায় বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ বোয়ালখালীতে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে গাড়ি থেকে নারীকে ফেলে দিয়েছে শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান মো. খসরুল আলম কালিগঞ্জের শ্রীকলায় রাস্তা খুড়ে কোটি কোটি টাকা ক্ষতি সাধন কালুরঘাটে বেইজ কারখানায় আগুন রাজগঞ্জ সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ চট্টগ্রামে লবণবাহী ট্রাক বাসের সংঘর্ষ, ৫ জন আহত গুমান মর্দন ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে মীর হেলাল” দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান

সাংবাদিকদের তথ্য না দিয়ে উধাও মাদ্রাসা সুপার,সুপারের নিয়োগ বাতিল চায় এলাকাবাসী

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

পঞ্চগড় প্রতিনিধি, 

পঞ্চগড়ে নিয়োগের তথ্য না দিয়ে সাংবাদিকদের মাদ্রাসায় বসিয়ে রেখে পালিয়ে গেছেন মাদ্রাসা সুপার । এ সময় মাদ্রাসায় চারজন সাংবাদিক দুই  ঘন্টা অপেক্ষা করেও ফিরে আসেনি মাদ্রাসা সুপার। মুঠোফোনে যোগাযোগ করা হলেও মাদ্রাসা সুপার সাংবাদিকদের তথ্য না দেওয়ার ভয়ে মাদ্রাসায় উপস্থিত হয়নি।  তবে কেন পালিয়ে গেছেন মুঠোফোনে এমন প্রশ্নে উত্তরে তিনি বললেন আমি একটা কাজে এসেছি। বুধবার দুপুরে ঘটনাটি পঞ্চগড়ের বোদা উপজেলার হোসনেবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসায়। সাংবাদিকদের তথ্য না দিয়ে পালিয়ে যায় ওই মাদ্রাসার সুপার রৌশনআরা ।

এদিকে মাদ্রাসা থেকে সুপার পালানোর পর সাংবাদিকরা তথ্য অধিকার আইনে ক ফরম অন্যান্য শিক্ষকদের ফরমটি গ্রহনের কথা বললেও কেউ ফরম গ্রহন করেননি। এ সময়  ওই মাদ্রাসার শিক্ষক গোলাম মোস্তফা সাংবাদিকদের ভিডিও ধারন করেন।

দুই ঘন্টা অপেক্ষা করার পর সাংবাদিকরা মাদ্রাসার সভাপতি বোদা উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহরিয়ার নজিরের সাথে যোগাযোগ করা হয়। পরে ইউএনও’র নির্দেশ মাদ্রাসাটির সুপার রৌশনআরা সহ চতুর্থ শ্রেনী কর্মচারী নিয়োগ এবং অনিয়ম বিষয়ে তথ্য অধিকার আইনে ক ফরম বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতাকে দেওয়া হয়।

স্থানীয়রা জানান চলতি বছরের গত ১০ সেপ্টেম্বর  মাদ্রাসাটির সুপার এবং তিনজন চতূর্থ শ্রেনীর কর্মচারীকে গোপনে নিয়োগের বিষয়ে বোদা উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন এলাকাবাসী সহ খোদ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যরা। অভিযোগে বলা হয় মাদ্রাসাটির সহকারী শিক্ষক জামাল উদ্দিন কে অবৈধভাবে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেন সুপার রৌশনআরা। ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে গোপনে বিধি বহির্ভুত ভাবে মার্চ মাসে তিনজন চতূর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগ দিয়েছেন সুপার । এজন্য মাদ্রাসার সুপার রৌশনআরা এবং চতূর্থ শ্রেনীর কর্মচারীদের নিয়োগের যাবতীয় কার্যক্রম বাতিলের আবেদন করা হয় অভিযোগে।  এদিকে অভিযোগ পেয়ে বোদা উপজেলা নির্বাহি কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলামেকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।

মাদ্রাসার সুপার রৌশনআরার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আসলে আমি আপনাদের মাদ্রসার বাইরের একটি বাজারে চা খাওয়ার জন্য ডাকলাম কিন্ত আপনারা আসলেন না।

বোদা উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহরিয়ার নজির জানান নিয়োগের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য ফরম টি ইউএও কে গ্রহন করার কথা বলা হলে তিনি জানান আসলে আমার কাছে তথ্য নেই মাদ্রসা সুপার তথ্য দেবেন আমি কথা বলেছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তথ্য অধিকার আইনের ক ফরমটি দেওয়ার নির্দেশ দেন তিনি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।