দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য মিডিয়া সেন্টার স্থাপন করেছে আওয়ামী লীগ। ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে এই মিডিয়া সেন্টারটি স্থাপন করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) হতে নির্বাচনের পরের দিন পর্যন্ত এই মিডিয়া সেন্টারের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
মিডিয়া লাউঞ্জটিকে আধুনিক সজ্জায় সজ্জিত করে বাংলাদেশে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য তথ্য সরবরাহের সুবিধা, ইন্টারনেট ও কম্পিউটারের সুব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
মিডিয়া সেন্টারে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য ও অর্জন তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে স্মার্ট বাংলাদেশের রূপরেখায় সজ্জিত হয়েছে কক্ষ দুটি। এ ছাড়া পর্যাপ্ত বই ও প্রকাশনার ব্যবস্থা রাখা হয়েছে আগত বিদেশিদের জন্য।একই সঙ্গে নির্বাচন পর্যন্ত সকল সংবাদ সম্মেলন এই তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের ভবন থেকে করা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্যসচিব মোহাম্মদ এ আরাফাত।