শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
মুন্সীগন্জ শ্রীনগর উপজেলা হাসাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন মুকুলের চলমান কার্যক্রমে ভীত স্হানীয় এলাকাবাসী। হুমকি-ধামকি প্রদান করে জনমনে আতংন্ক ছড়ানো,সরকারী ও অন্যের জমি দখলসহ মানব পাচারের মাধ্যমে মানব সেবার বারোটা বাজিয়েই ক্ষ্যান্ত হন নি,নিজের অপরাধ মূলক কর্মকান্ডের তথ্য সংগ্রহ করায় তার নিজস্ব ফেসবুক আইডিতে স্হানীয় গণমাধ্যম কর্মী কে হত্যা করার প্রকাশ্য হুমকি অব্যহৃত রেখেছেন। তার স্টেটাসের পর কতিপয় অন্ধ নেতা কর্মী প্রকাশ্যে হত্যা করার কথাও কমেন্টস বক্সে লিখে আসছেন ইচ্ছাসাধীনভাবে।তথ্যানুসন্ধানে জানা যায়,তার পূর্ব সকল পুরুষ বিএনপির রাজনীতিতে সক্রীয় থাকলেও নিজের আদম ব্যবসার চাপ সামলাতে বড় মাপের লেন-দেনের মাধ্যমে অযোগ্য হয়েও ইউনিয়ন রাজনীতির গুরুত্বপূর্ণ পদ টি বাগিয়ে নেন। দায়িত্ব বন্টনকালে নীতিহীনতার অভিযোগে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন প্রকাশ্য হামলার শিকার হওয়ায় কাউন্সিল সম্ভব না হলেও পরবর্তীতে বর্ধিত সভা না করেই তাকে পদায়ন করা হয়।বীরতারার সাতগাও এলাকা দিয়ে বয়ে যাওয়া সরকারী খাল জমি দখল করে গড়েছেন ফাস্ট ফুর্ড এখানে অনৈতিক কর্মকান্ড চলে বলেও জানান এলাকাবাসী।হাসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি,মোঃ আক্তার হোসেন হতে বিদ্যালয়ের মালিকানাধীন একটি দোকান বরাদ্ধ পান বলে জানা গেছে।শ্রীনগর থানার সামনে আদম পাচারের কালো টাকায় তিনি সদাইঘর নামে প্রতিষ্ঠান গড়েন যেখানে ভাম্যমান আদালত কয়েক দফায় অভিযান পরিচালনা করলে প্রতিষ্ঠান টি বর্তমানে বন্ধ অবস্হায় রয়েছে।তার এহেন অপরাধমূলক তথ্য সংগ্রহে মনোনিবেশ করেন দৈনিক আমার বার্তার উপজেলা প্রতিনিধি ও শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের আইন সম্পাদক, মোঃ আল-আমিন। সাংবাদিক কে সংবাদ প্রকাশ হতে আটকে রাখতে তার এফবি আইডিতে গত ৪/১২/২২ রোজ রবি বার পোস্টে লিখেন,”mb ব্যবসায়ী রোহিঙ্গা সাংবাদিক (হাসাড়া নাগের পাড়া বাড়ি ) আবার বলছি।বিএনপি এবং জামায়াত শিবির কে আবারও সেই জ্বালাও পোড়াও এ অনুপ্রানিত করলে হাসাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন কঠোর হস্তে তা দমন করবে।তার এমন পোস্ট মূর্হর্তে স্হানীয় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে তাকে প্রকাশ্যে হামলা করার হুমকি দিতে থাকেন। এ বিষয়ে সাংবাদিক আল আমিন নিজ ও পরিবারের নিরাপত্তার স্বার্থে শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরী জিডি দায়ের করেন,যার নং-১৭৫ । অথচ আলামিন হাসাড়া ইউনিয়ন জাতীয় পার্টির চলমান সভাপতি বলে জানা গেছে। এ ব্যপারে পোস্টদাতা হাসাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,জসিম উদ্দিন মুকুল বলেন,আমার নিকট তথ্য প্রমাণ আছে বলেই স্টোটাস দিয়েছি। হাসাড়া ইউপি আওয়ামীলীগের সভাপতি,হাবিব হাসান বলেন,যদি তিনি ফেসবুকে স্টেটাস দিয়ে থাকেন,তবে তার নিকট তার প্রমাণ রয়েছে,এ ব্যপারে তিনিই ভালো বলতে পারবে। সাংবাদিক আল-আমিন বলেন,হাসাড়া কালি কিশোর স্কুল কলেজের রিইউনিয়ন কমিটি কে কেন্দ্র করে তার সাথে দূরত্ব সৃষ্টি হয়।এর জেরে তিনি আমার সামাজিক সম্মাহানিসহ হামলা করার পরিকল্পনা করতে থাকেন,আমি জীবনের নিরাপত্তার স্বার্থে শ্রীনগর থানায় একটি জিডি দায়ের করেছি।