মুন্সীগঞ্জে বিভিন্ন আয়োজনে মধ্যে দিয়ে আব্দুল মালেক প্রধানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।আজ ১৫ ডিসেম্বর(বৃহস্পতিবার)বাদ যোহর নামাজের পর মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় নিজ বাসভবনে দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ
মাহফিল অনুষ্ঠিত হয়।মরহুম মোঃআব্দুল মালেক প্রধান ১৬ সেপ্টেম্বর ১৯৫৫ সালে নারায়ণগঞ্জ শহরের শহীদনগর এলাকায় মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
তার পিতা মরহুম জব্বার আলী প্রধান,মাতাঃ-মৃত আকিমন নেসা।সাংবাদিক মোঃসুমন হোসেনের পিতাঃ-মরহুম মোঃআব্দুল মালেক প্রধান ১৫ (ডিসেম্বর)২০২০ইং সোমবার রাত ৮:১০ মিনিট সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে শেষ নিষাশ ত্যাগ করেন।ইন্নালিল্লাহ ও ইন্নাইল্লহি রাজুউন।মরহুম মোঃআব্দুল মালেক প্রধান মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল(৬৭)বছর।মরহুম আব্দুল মালেক প্রধান মারা যাওয়ার সময় তার স্ত্রী,চার ছেলে,চার ছেলের বৌ,নাতী,নাতনিনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।মরহুমের সেজো ছেলে মোঃসুমন হোসেন,জাতীয় দৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছে।সাংবাদিক মোঃসুমন হোসেন বলেন,পৃথিবীতে যার বাবা নেই সে বুঝে তার বাবার ভালোবাসা তার জন্য এই মূহুর্তে কতো প্রয়োজন।মাঝি বিহীন নৌকা যেমন চালানো যায় না তেমনি বাবা ছাড়া নিজের জীবনকে সামনে এগিয়ে নেয়া অনেক কষ্টের।বাবাকে হারিয়েছি দুই বছর হয়েছে,কিন্তু বাবার সেই স্মৃতি বাবার সেই উপদেশমূলক কথাগুলো আজও আমার অন্তরকে গভীরভাবে নাড়া দিয়ে যায়।
আমি যখন নামায পড়ি প্রথমেই দোয়া চাই বাবার জন্যে হাত তুলে দোয়া করি।আমি আমার বাবাকে অনেক ভালোবাসতাম।বাবার ভালোবাসা,বাবার স্নেহ,বাবার আদর আজও আমার স্মৃতিতে সতেজ হয়ে ভাসে।আমার বাবা ছিলেন আমাদের আদর্শ।আজ বাবাকে আমার খুব প্রয়োজন ছিলো বাবার সাথে আমার অনেক কথা বলার ছিলো আমি বলতে পারিনি তাই মনের লুকানো কথাগুলো আজও কারো সাথে শেয়ার করতে পারিনি।বাবার আদর্শ,বাবার সততা,বাবার নৈতিকতা আমার কাছে অতুলনীয়।তাই আমি বলবো যাদের বাবা বেচে আছে বাবাকে সম্মান করুন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে।আজ আমার বাবা নেই আমি বুঝি বাবার প্রয়োজনটা আমার জন্য কতো দরকার।বাবা যে একজনের জীবনে ছায়া হয়ে কাজ করে।বাবা ছিলেন আমাদের কাছে আর্দশ বাবা।সালাম দুনিয়ার সকল বাবাদের।রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সগিরা।
তাই আজ সেই গানটি খুব মনে পড়ে-ভালো হোক মন্দ হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা।আজকের এই দিনে সকলের কাছে আমার বাবার জন্যে আন্তরিক দোয়া কামনা করছি।মহান আল্লাহ্ যেন আমার বাবার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে,তার কবরের জীবন ও পরকালের জীবন শান্তিময় করেন। আমীন...।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।