জি এম রাজু আহমেদ, নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের বার্ষিক ফলাফল প্রকাশ হয় আজ বৃহস্পতিবার বেলা ১১ থেকে ।
রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সর্গীয় বাবু তারকনাথ মিত্র এর গভীর শ্রদ্ধাও অনুদানের অত্র প্রতিষ্ঠানটি ১৯৪০ সাল থেকে সুগঠিত হয়ে আসছে । সেই সুবাদে অত্র বিদ্যালয়ের নামকরণ করা হয় রতনপুর তারকনাথ বিদ্যালয় ।
আজ ও তার প্রতিভা গ্রাম থেকে শহরে প্রতিটি কোনায় কোনায় প্রবাহিত হয়ে আছে । রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের রূপকার সেই সময়ের বলিষ্ঠ নেতা ১১ নাম্বার রতনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ভালোবাসার পাত্র সাবেক চেয়ারম্যান মৃতঃ এম আহম্মাদ আলী । শিক্ষকতা দিক থেকে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ সাতক্ষীরা জেলার মধ্যে অন্যতম । বর্তমানে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের পরিপাটি ও সৌন্দর্যের দিক থেকে অতুলনীয় , মনমুগ্ধকর পরিবেশ ও ছাত্র-ছাত্রীদের খেলাধুলার প্রশংসনীয় এলাকার সকলের মুখে মুখে ।
রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের ফলাফল প্রকাশের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও ১১ নং রতনপুর ইউনিয়ন চেয়ারম্যান এম আলীম আল রাজী (টোকন)
সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোঃ শফিকুল ইসলাম ।
অতিথি — সাবেক সভাপতি রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ , জি এম আবু হাশেম ,
সাবেক সভাপতি মোঃ জিন্নাত আলী । গান্দুলিয়া আলিয়া মাদ্রাসা শিক্ষক মোঃ আব্দুর রহমান ।
সমাজসেবক মোঃ আব্দুর রহমান । সাবেক সদস্য মোঃ আওছাফুর রহমান ।
রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল আজিম , মোঃ আব্দুল ওয়াহেদ , সাবেক সদস্য ডাঃ আব্দুল হামিদ , সদস্য মোঃ বাবু গাজী , সদস্য মোঃ রুবেল হোসেন ,
আরো উপস্থিত ছিলেন অএ বিদ্যালয়ের কোমলমতি সকল শিক্ষার্থী , অত্র বিদ্যাপীঠের সকল শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ ।