আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় আন্তর্জাতিক ক্রীড়াবিদ দের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) রাত ৮ টায় শহরের লেক ভিউ কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক এসোসিয়েশনর আয়োজনে আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক এসোসিয়েশনের সভাপতি তৈয়ব হাসান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর -২ আসনের সংসদ সদস্য আশরাফুজামান আশু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ক্রীড়া সংগঠক শেখ নিজাম উদ্দিন, আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার ইবাদুল হক খান সহ বাংলাদেশের স্বনামধন্য খেলোয়াড়বৃন্দ।
উল্লেখ্য যে, সাতক্ষীরা থেকে বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায়ে প্রাক্তন ও বর্তমানে ৯০ জন ক্রীড়া খেলোয়াড় রয়েছে তার মধ্যে ফিফা রেফারি ৩ জন, অ্যাটলেটিকস ১ জন, বাংলাদেশ ক্রিকেটে প্রাক্তন ও বর্তমান ১০ জন, ফুটবলে মহিলা ও পুরুষ ২৫ জন, সেপাক তাকরাও ১২ জন, খোকো খোকো ১২ জন, ভলিবল ৭ জন, শুটিং ২ জন, কেরাম ২ জন, তাই কুন্ড ১ জন, কুস্তি ১ জন, বক্সিন ১ জন, ফ্রড বল ১ জন, অ্যাটলেটিকস দ্রুততম মানবী ১ জন, হ্যান্ডবল ১ জন, টেবিল টেনিস ২ জন, কাবাডি ৪ জন।
এর মধ্যে দেশ ছাড়াও বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু।
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয়, আশিকুর রহমান, জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, অনূর্ধ্ব ১৯ জাতীয় মহিলা দলের অধিনায়ক আফঈদা খন্দকার, জাতীয় মহিলা খোকো দলের অধিনায়ক সারাবান তহুরা, জাতীয় পুরুষ খোকো দলের অধিনায়ক আব্দুর রহমান রানা।
সাতক্ষীরা জেলা শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি জনপদ। এ জেলায় জন্ম হয়েছে বহু জ্ঞানী, গুণী ও মনিষীর।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সকল ডিসিপ্লেনেই এ জেলার খেলোয়াড় ও সংগঠকদের আন্তর্জাতিক পরিমণ্ডলেও রয়েছে দীপ্ত পদচারনা। যা ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছে। সাতক্ষীরা জেলার যে সকল ক্রীড়াবিদ ও সংগঠক বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব তথা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছেন বা করছেন তাঁদের নিয়ে এ এসোসিয়েশন গঠন (২০১৬ খ্রি:) করা হয়েছে। যেটা জেলার আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠকদের মধ্যে বন্ধুত্ব-ভ্রাতৃত্ব, সহযোগিতা-সহমর্মিতা, তরুণ-নবীন সহযোগিতা করা সর্বোপরি ঐক্যবদ্ধভাবে খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করার ক্ষেত্র সৃষ্টি করা আমাদের লক্ষ্য হতে পারে
ইতোমধ্যে ৪ জন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব এবং প্রায় ৯০ জন আন্তর্জাতিক ক্রীড়াবিদ-সংগঠক'কে এসোসিয়েশন-এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।