আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা সদরের কৃষকদের মাঝে উন্নত কৃষি যন্ত্র ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থবছরে বোরো মৌসুমে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়।
এসময় ৩ জন কৃষকের মাঝে বিতরণ করা হয় ৩টি কম্বাইন হার্ভেস্টার মেশিন। সরকার এসব যন্ত্রে ৫০ শতাংশ ভর্তুকি প্রদান করেছে। ৩টি যন্ত্রপাতিতে সরকারিভাবে কৃষকদের ভর্তুকি দেওয়া হয়েছে ৪৬ লাখ ২৫ হাজার টাকা। কৃষকদের প্রত্যেকটি যন্ত্রপাতিতে অর্ধেক টাকায় দেওয়া হয়।
এসব যন্ত্রপাতি পেয়ে কৃষকরা খুশি। কৃষকের চাষে বর্তমানে খরচ কমে অর্ধেকে নেমে আসবে। কৃষি পণ্য বিক্রি করে লাভবান হবে।
কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।
উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ফিংড়ী ইউনিয়ন) আইরিন সুলতানা, ও সুভ মন্ডল (শিবপুর ইউনিয়ন)।
এসময় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কৃষকগন উপস্থিত ছিলেন।