আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দু’দিনব্যাপী কৃষি ঋণ মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন উড়িয়ে কৃষি ঋণ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, কৃষিবান্ধব সরকার। প্রধানমন্ত্রী কৃষির সব প্রক্রিয়া সম্পর্কে ভালোমত অবগত আছেন। ক্ষুদ্র কৃষকরা তাদের সমস্যা নিয়ে আসবে ও এখান থেকে আবেদন করে ঋণ দেওয়া হবে। এই উদ্দেশ্য নিয়ে আসকের এই কৃষি ঋণ মেলা। প্রকৃতি কৃষককে ঋণ দিলে কিস্তির জন্য ঝামেলা হবেনা।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক অমল কান্তি ঘোষ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ধান বিভাগের খুলনার অতিরিক্ত পরিচালক অমর কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জেলা কৃষি ঋণ কমিটির সদস্য সচিব মোঃ আব্দুস সালাম, খামার বাড়ি উপপরিচাক কৃষিবিন জামাল উদ্দিন, জেলা প্রাণিসম্পাদ অফিসার এবিএম আব্দুল রউফ প্রমুখ। মেলায় ২৯টি ব্যাংকসহ মোট ৪০টি প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে। মেলায় বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে মোট ১০৩জন কৃষককে ১ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।