সোহারাফ হোসেন সৌরাভ সাতক্ষীরা প্রতিনিধিঃ
ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে বুধবার সর্বাত্মক কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো পালন করছেন সরকারি কলেজের শিক্ষকরা। বিসিএস,সাধারণ শিক্ষা,সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে বিভিন্ন সরকারি কলেজে এ কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে বুধবার দুপুরে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বিসিএস,সাধারণ শিক্ষা,সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি অধ্যক্ষ বাসুদেব বসু জানান,ক্যাডার বৈষম্য নিরসন,পদ সৃজন, পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে অতীতের কর্মসূচিগুলো আমরা যথাযথ পালন করেছি। কিন্তু সমস্যা সমাধানে সরকার কোন ব্যবস্থা না নেওয়ায় আমরা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছি। তিনদিনের কর্মসূচি আগামী কাল শেষ হবে বলে জানান তিনি।
বিসিএস,সাধারণ শিক্ষা,সাতক্ষীরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অলিউর রহমান জানান, কর্মসূচি মানা না হলে আমাদের আন্দোলন আরও বিস্তৃত হবে। তাই আমরা আশা করি,সরকার আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেবে।
প্রসঙ্গত,
কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়সহ ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বেশ কয়েক দফা দাবিতে ২ অক্টোবর কর্মবিরতি পালন করেছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যরা। দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গতকাল ১০ অক্টোবর থেকে তিনদিনের কর্মবিরতি পালন