আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
শহিদ ক্যাপ্টেন কাজীর কবরে শ্রদ্ধা নিবেদন।
রোববার (২১ এপ্রিল) সকালে ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে শহীদ ক্যাপ্টেন কাজী’র দুই সন্তানসহ সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন,
বাম থেকে- ঈক্ষণ সম্পাদক কাজী মাসুদুল হক, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ঈক্ষণ সভাপতি পলটু বাসার, শহিদ ক্যাপ্টেন কাজীর বড়পুত্র বাবলু ও মেজ পুত্র।
১৯৭১ সালের ২১ এপ্রিল পাক হানাদারের হাতে শহিদ হন তিনি। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে দিনেশ কর্মকারের বাড়িতে গণহত্যা চালিয়ে পাক বাহিনী কাজী ক্যাপ্টেন ও তাঁর শ্যালককে হত্যা করে ও বসত বাড়ী ডিনামাইট দিয়ে ভেঙে দেয়। একই দিন যুগ্ম সচিব (অব:) সাফি আহমদ ও কালিপদ রায চৌধুরির বাড়ি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়।