আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ানের কাঠালতলা গ্রামের গোপাল সানার ছেলে প্রদীপ সানা গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (২৬ জুন) দুপুরে নিজ বাড়ীতে সে গলায় দড়ি দিয়ে আত্বহত্যা করে।
প্রদীপ সানা তিন ভাইয়ের মধ্যে সকলের ছোট,
জানা গেছে দুই সন্তানের জনক প্রদীপ সানা
সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে মাষ্টার রোলে চাকরি করত, মৃত্যুর বিষয়ে জানতে চাইলে এলাকাবাসী
জানান পারিবারিক কলহের জের ধরে সে আত্বহত্যা করেছে।