আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সম্পর্কিত পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে প্রথম পর্বে মাল্টি এক্টর পার্টনারশীপ-ম্যাপ সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক ড. দিলারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা করেন, সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না, প্রভাষক শরিফুল ইসলাম, সুশীলনের সেন্টার ইনচার্জ আলফাজ হোসেন, মীর্জা সুলতানা, উন্নয়নকর্মী ফারুক রহমান, লিডার্সের প্রকল্প কর্মকর্তা রেখা খাতুন, সুন্দরবন ফাউন্ডেশনের শেখ আফজাল হোসেন।
দ্বিতীয় পর্বে সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ভারতেশ্বরী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন, অ্যাওসেড এর কর্মসূচি ব্যাবস্থাপক হেলেনা খাতুন, সুমন বিশ্বাস, চায়না দাস, জাতীয় অন্ধ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ আবুল কালাম আজাদ, মহুয়া মঞ্জুরী, জুলফিকার রায়হান, আব্দুস সালাম, শাহনাজ পারভীন, শিরীন সুলতানা, এম জেড ইমন প্রমুখ।
দুই পর্বের আলোচনা ও পরিকল্পনা কর্মশালা শেষে সবার মধ্যে কাটিলাল জাতের আমগাছ উপহার দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।