সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অভিযানে ১১১ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে দেবহাটা থানার কামটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রেশমা খাতুন(৪৫) কালিগঞ্জ উপজেলার বারদাহ গ্রামের আলী নেওয়াজ গাজীর স্ত্রী ।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, রেশমা খাতুন দেবহাটার কামটা এলাকায় মৃত আ: জলিল গাজীর পুত্র নাজির উদ্দিন গাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। সেখানে তিনি মাদক ব্যবসা পরিচালনা করেন এমন খবরে ডিবি পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেন।
এসময় তার বাসা হতে ১১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এঘটনায় ওই নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।